কালের স্বাক্ষী বহনকারী গোমতীর তীরে গড়ে উঠা ৪নং দিওড় উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো দিওড় ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ দিওড় ইউনিয়ন , সরকার ও বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান, স্থানীয গণ্যমান্য ব্যক্তির সহযোগীতায় আজ দিওড় ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তারনিজস্ব স্বকীয়তা আজও সুউজ্জ্বল।
(ক)= নাম– ৪নং দিওড় ইউনিয়ন পরিষদ।
(খ)= আয়তন– ৭৯৬০ একর।
(গ)= লোক সংখ্যা– ২২৬৪৯ জন (প্রায়) (২০১১সালের আদম শুমারি অনুযায়ী)
মহিলা:- ১১২০২ জন।
পুরুষ:- ১১২৯১ জন।
(ঘ)= গ্রামের সংখ্যা– ৪২ টি।
(ঙ)= মৌজার সংখ্যা– ২৭ টি।
(চ)= হাট/বাজার সংখ্যা- ৪ টি।
(ছ)= ইউনিয়ন থেকে সদরে যোগাযোগ মাধ্যম– সিএনজি/রিক্সা/ ভ্যান।
(জ)= শিক্ষার হার– ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০ টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩ টি,
উচ্চ বিদ্যালয়:- ০৫ টি,
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়:- ০১ টি।
মাদ্রাসা- ০৬ টি।
(ঝ)= দায়িত্বরত চেয়ারম্যান– জনাব মোঃ আবুল হোসেন।
(ঞ)= গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৩টি।
(ট)= ঐতিহাসিক/পর্যটন স্থান– নাই।
(ঠ)= বড় চাষী= ১০৫ জন।
(ড)= প্রাম্ভিক চাষী = ৯৮৫ জন।
(ঢ়)= মাঝারী চাষী= ৫৮০ জন।
(ণ)= বন এলাকা= ১৪২ হেক্টর।
(ত)= জলাশয়= ৪০ হেক্টর।
(থ)= ইউনিয়ন পরিষদ জনবল –
(১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
(২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
(৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন আছে।
কেন এ ওয়েব পোর্টাল
একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহি প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে ই-গভর্নেন্স প্রবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। ই-গভার্নেন্স প্রবর্তনের মূল শর্ত অবাধ তথ্য প্রবাহ। সেই পথে একটি মাইলফলক জেলাভিত্তিক এই ওয়েব পোর্টাল। এ ওয়েব সাইট জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে যেমন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে, তেমনি তাদের সেবা প্রাপ্তি হবে সহজ, দ্রুত ও সাশ্রয়ী। এ ওয়েব সাইট থেকে জানা যাবে কোথায় কি কি সেবা কি নিয়ম/পদ্ধতিতে এবং কত সময়ে প্রদান করা হয়। এর ফলে নাগরিকের বিভিন্ন সেবা প্রাপ্তি কেবল সহজতর হবে না, প্রশাসনের গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতাও অনেকাংশে নিশ্চিত হবে। তথ্যের পাশাপাশি এই ওয়েব সাইটটি বিস্তৃত পরিসরে তুলে ধরেছে দিনাজপুরের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতি, প্রাচুর্য আর সম্ভাবনা। জনগণের কাছে তাদের কাঙ্খিত সেবা পৌঁছে দিতে, সুশাসন প্রতিষ্ঠায় এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমাদের এ প্রয়াস।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস