Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ব্যানার
বিস্তারিত

সংক্ষেপে দিওড়

 

কালের স্বাক্ষী বহনকারী গোমতীর তীরে গড়ে  উঠা ৪নং দিওড় উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো দিওড় ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ দিওড় ইউনিয়ন , সরকার ও বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান, স্থানীয গণ্যমান্য ব্যক্তির সহযোগীতায় আজ দিওড় ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তারনিজস্ব স্বকীয়তা আজও সুউজ্জ্বল।

 

(ক)=   নাম– ৪নং দিওড় ইউনিয়ন পরিষদ।

(খ)=   আয়তন– ৭৯৬০ একর।

(গ)=   লোক সংখ্যা– ২২৬৪৯ জন (প্রায়) (২০১১সালের আদম শুমারি অনুযায়ী)

         মহিলা:-  ১১২০২ জন।

         পুরুষ:-   ১১২৯১ জন।

(ঘ)=   গ্রামের সংখ্যা– ৪২ টি।

(ঙ)=   মৌজার সংখ্যা– ২৭ টি।

(চ)=   হাট/বাজার সংখ্যা- ৪ টি।

(ছ)=   ইউনিয়ন থেকে সদরে  যোগাযোগ মাধ্যম– সিএনজি/রিক্সা/ ভ্যান।

(জ)=  শিক্ষার হার– ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

        সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০ টি,

        বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩ টি,     

        উচ্চ বিদ্যালয়:-  ০৫ টি,

        নিম্ন মাধ্যমিক বিদ্যালয়:- ০১ টি।

         মাদ্রাসা- ০৬ টি।

(ঝ)=  দায়িত্বরত চেয়ারম্যান– জনাব মোঃ আবুল হোসেন।

(ঞ)=  গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৩টি।

(ট)=  ঐতিহাসিক/পর্যটন স্থান– নাই।

(ঠ)=   বড় চাষী=  ১০৫ জন।

(ড)=  প্রাম্ভিক চাষী = ৯৮৫ জন।

(ঢ়)=  মাঝারী চাষী=  ৫৮০ জন।

(ণ)=  বন এলাকা=  ১৪২ হেক্টর।

(ত)= জলাশয়= ৪০ হেক্টর।

(থ)=  ইউনিয়ন পরিষদ জনবল –

              (১)  নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

              (২)  ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              (৩)  ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন  আছে।

কেন ওয়েব পোর্টাল

একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহি প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে ই-গভর্নেন্স প্রবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। ই-গভার্নেন্স প্রবর্তনের মূল শর্ত অবাধ তথ্য প্রবাহ। সেই পথে একটি মাইলফলক জেলাভিত্তিক এই ওয়েব পোর্টাল। এ ওয়েব সাইট জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে যেমন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে, তেমনি তাদের সেবা প্রাপ্তি হবে সহজ, দ্রুত ও সাশ্রয়ী। এ ওয়েব সাইট থেকে জানা যাবে কোথায় কি কি সেবা কি নিয়ম/পদ্ধতিতে এবং কত সময়ে প্রদান করা হয়। এর ফলে নাগরিকের বিভিন্ন সেবা প্রাপ্তি কেবল সহজতর হবে না, প্রশাসনের গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতাও অনেকাংশে নিশ্চিত হবে। তথ্যের পাশাপাশি এই ওয়েব সাইটটি বিস্তৃত পরিসরে তুলে ধরেছে দিনাজপুরের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতি, প্রাচুর্য আর সম্ভাবনা। জনগণের কাছে তাদের কাঙ্খিত সেবা পৌঁছে দিতে, সুশাসন প্রতিষ্ঠায় এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমাদের এ প্রয়াস।